More

    চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় নবাগত ওসির যোগদান

    প্রকাশ:

    নিজস্ব প্রতিবেদক :

    মো. রুহুল আমিন

    চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. রুহুল আমিন। শনিবার (০৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

    এরআগে শুক্রবার ঢাকা থেকে কুমিল্লা হাইওয়ে রিজিওনাল অফিসে যোগদান করে তিনি চন্দ্রগঞ্জে থানায় আসেন। নবাগত ওসি মো. রুহুল আমিন বিদায়ী ওসি মো মুজাহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হন।

    সূত্রে জানা যায়, ওসি মো. রুহুল আমিন এরআগে ঢাকা বারিধারাস্থ এন্ট্রি টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার নবী নগরে। ১৯৯৩ইং সনে ওসি মো. রুহুল আমিন পুলিশ বাহিনীতে যোগ দেন। পুলিশ বাহিনীতে কর্মরত অবস্থায় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও সিলেটে চৌকষ পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। যোগদানকালে তিনি স্থানীয় সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।