More

    লক্ষ্মীপুরে ৩৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

    প্রকাশ:

    নিজস্ব প্রতিবেদক :

    করোনা ভাইরাসে আক্তান্ত রোগীদের সেবায় জেলা প্রশাসন লক্ষ্মীপুর পরিচালিত ‘পেশেন্ট সাপোর্ট ফান্ড’ (পিএসএফ) এর উদ্যোগে ০৫ টি উপজেলার ৩৫ টি সেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৭ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ৩৫ টি অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটার আজ বুধবার (৪ঠা আগষ্ট) দুপুরে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণে বিতরণ করা হয়।

    লক্ষ্মীপুরে ৩৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণঅনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরই আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এ. এইচ এম কামরুজ্জামান, সিভিল সার্জন ডা: আবদুল গফফার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, রুহুল আমিন মাষ্টার, জাকির হোসেন ভৃঁইয়া প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, লক্ষ্মীপুর (সাবেক) জেলা প্রশাসক বর্তমানে মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ন সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী মানুষের কথা চিন্তা করে পিএসএফ ফান্ড গঠন করেন। ওই ফান্ড থেকে সেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৩৫ টি অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটার বিতরন করা হয়েছে। তারা বলেন সেচ্ছাসেবীরা আর্তমানবতায় সেবায় নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে তাদের আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছিল।