More

    আলাইয়ারপুরে ভিজিএফ ও জিআর চাল বিতরণ

    প্রকাশ:

    নিজস্ব প্রতিবেদক:

    বেগমগঞ্জের ০৪নং আলাইয়ারপুরে ৯শ ৫০ পরিবারের মাঝে ১০ কেজি ভিজিএফ ও জিআর চাল বিতরণ করা হয়৷

    আলাইয়ারপুরে ভিজিএফ ও জিআর চাল বিতরণসোমবার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ০৪নং আলাইয়ারপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানের উপস্থিতিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম৷