More

  চন্দ্রগঞ্জে ‘ঢাকাই বুটিক হাউস’র উদ্বোধন

  প্রকাশ:

  নিজস্ব প্রতিবেদক:

  নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সংযোস্থল চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ ভবভদ্রী ব্রীজের দক্ষিণ পাড়ে (বেগমগঞ্জ, নোয়াখালী) মায়মুনা ভিলার নীচ তলায় রোববার (৩ জানুয়ারি) বিকেলে নতুন আঙ্গিকের অভিজাত শপিংমল ঢাকাই বুটিক হাউস’র শুভ উদ্বোধন করা হয়েছে৷

  বিশ্বায়নের এ যুগে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সামনে এগিয়ে চলতে নারীদ্যোক্তাদেরও সমানভাবে ভূমিকা রাখতে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন পেশা খাতে নারীদের উৎসাহিত হওয়া প্রয়োজন বলে মায়মুনা আক্তার লামিয়া মনে করেন৷

  উদ্বোধনকালে শতাধিক নারীর সমাগম ঘটে বুটিক হাউসে৷ উদ্বোধন শেষে কেক কাটাসহ বর্ণিল সাজে সজ্জিত অনুষ্ঠাটির নতুন আঙ্গিক ও ভিন্নতার প্রশংসা করেন আগত নারী ও কিশোরিরা৷ কোলাহল মুক্ত মনোরম পরিবেশের এ প্রতিষ্ঠানে থাকছে বাংলাদেশি বুটিক’র ওয়ান পিছ, টু পিছ, থ্রীপিচ, ওড়না, হেজাব, চায়না হ্যান্ড ব্যাগ ও জুয়েলারী সামগ্রী থেকে শুরু করে উন্নত পোশাক সামগ্রী।