More

    চন্দ্রগঞ্জে দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

    প্রকাশ:

    নিজস্ব প্রতিবেদক :


    লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চন্দ্রগঞ্জ ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ।আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিপুল সংখ্যক দরিদ্র ও অসহায় নারী, পুরুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    শীতবস্ত্র বিতরণকালে ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বাবুল বলেন, উন্নয়নের পাশাপাশি সরকার অসহায় দুস্থ মানুষের পাশে রয়েছে। এরই ধারাবাহিকতায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এসময় ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।