More

    চন্দ্রগঞ্জে ভবভদ্রী ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি কিরণ

    প্রকাশ:

    আনোয়ার হোসেন:

    বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ–ওদারহাট (ভবভদ্রী ব্রীজ) সড়কের ৩৯মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও নােয়াখালী-৩ আসনের সাংসদ মাে. মামুনুর রশীদ কিরণ৷

    চন্দ্রগঞ্জে ভবভদ্রী ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি কিরণশুক্রবার (০৩ ডিসেম্বর) বিকেল ৪টায় আলাইয়ারপুর ইউনিয়নের ভবভদ্রী গ্রামে চন্দ্রগঞ্জ–ওদারহাট সড়কে ব্রীজের পাশে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি৷ এরপর আলাইয়ারপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে এলাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মাে. মামুনুর রশীদ কিরণ৷

    অনুষ্ঠানে আলাইয়ারপুর ইউনিয়ন যুবলীগ নেতা মাষ্টার ইব্রাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন— ১নং আমানউল্যাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান মাহমুদ, ৫নং ছয়ানী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ওহিদুজ্জামান (ওহিদ), আলাইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম, মুক্তিযোদ্ধা শহিদ উল্যা, বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক রবিউল আলম, বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রণব কুমার সিংহ, নোয়াখালী জেলা পরিষদের সদস্য মোশারেফ হোসেন, বেগমগঞ্জ উপজেলা (এলজিইডি) প্রকৌশলী কাজী কামরুল ইসলামসহ স্থানীয় ও উপজেলার নেতৃবৃন্দ৷

    এলাকাবাসীর পক্ষে বক্তৃতা কালে মুক্তিযোদ্ধা শহিদ উল্যা বলেন, ‘আলাইয়ারপুরের দীর্ঘদিনের দাবী আজ যেমন বাস্তবায়নের পথে হাটছে৷ তেমন করে এই এলাকা থেকে ইয়াবা (মাদক) চিরতরে নির্মূল করা এখন জনগণের প্রাণের দাবী৷’

    প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মাে. মামুনুর রশীদ কিরণ বলেন, ‘বর্তমান সরকারের এই উন্নয়ন সকলের কাছে পৌছে দিতে হবে৷ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ এবং মানুষের উন্নয়ন করার সুযোগ করে দিবেন আপনারা৷ আমাকে মাদক ব্যবসায়ীদের তালিকা দিবেন, প্রশাসন দিয়ে তাদের নির্মূল করা হবে৷’