More

  চন্দ্রগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর’কে গণসংবর্ধনা

  প্রকাশ:

  নিজস্ব প্রতিবেদক

  লক্ষ্মীপুরের ১০নং চন্দ্রগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ.টি.এম জাকির হোসেন জাহাঙ্গীরসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরুপ ১৩জন গুণী ব্যক্তিকে শেখপুর (০৬নং ওয়ার্ড) বাসীর পক্ষ থেকে ০৪ সেপ্টেম্বর (শুক্রবার) শেখপুর ফোরকানিয়া মাদ্রাসা মাঠে এক গণসংবর্ধনা দেওয়া হয়৷

  গণসংবর্ধনা অনুষ্ঠানে ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল আমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সাবেক মহাব্যবস্থাপনা পরিচালক এম.এ. মতিন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. আলাউদ্দিন চৌধুরী, শেখপুর আল হাবিব জামে মসজিদের কোষাধ্যক্ষ শরীফ আহম্মেদ, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অভিভাবক সদস্য মফিজুল ইসলাম স্বপন, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন প্রমুখ৷

  বীর মুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ ফাউন্ডেশনের পরিচালক শেখ নুর মোহাম্মদ জীবনের সঞ্চালনায় বক্তরা বলেন, আগামী ইউপি নির্বাচনে ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল আমিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান৷