আনোয়ার হোসেন:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ‘শিউলী মেডিকেল হল’-এর ব্যবসায়ী আব্দুল কাদের বাহার দিনের কাজ শেষে ক্লান্ত শরীরে নিঝুম রাতে ঘুমিয়ে পড়েন৷ শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৩টায় হঠাৎ শরীরে গরম অনুভূতিতে ঘুম ভেঙ্গে যায়৷ ঘুম-ঘুম চোখে দোকানে আগুন জ্বলতে দেখলে দ্রুত বের হয়ে আসেন৷
এসেই দেখেন অভিরুচি সুইটস এন্ড কনফেকশনারীতে আগুন জ্বলছে৷ এরপর একে একে পুড়ে যায় শিউলী মেডিকেল হল, হারুন স্টোর, আধুনিক লাইব্রেরী, আদর্শ টেলিকম, জননী সেলুন, আনন্দ সেলুন, রুবেল ট্রেডার্স, রুবেল পোলট্রি ফার্ম, ভাই ভাই কনফেশনারী৷ এরই মধ্যে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
মুহূর্তের মধ্যে আগুন কেড়ে নিয়ে যায় এলাকাবাসীর ঘুম এবং সাথে দোকান ঘরের মালিক ও ব্যবসায়ীদের শেষ সম্বলটুকু৷ যা প্রাথমিকভাবে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি বলে দাবি করেন দোকানঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা৷ খবর পেয়ে এলাকাবাসী, চন্দ্রগঞ্জ থানার ওসিসহ বাজার কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ওয়াসি আজাদ ঘটনা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে৷