নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেলে বেগমগঞ্জ উপজেলার ০৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ২৫০ পরিবার৷
আজ শনিবার (১৭ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই উপহার বিতরণ করেন, আলাইয়ারপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান৷
বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম ১২টি মুক্তিযোদ্ধা পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়ার মাধ্যমে প্রধাণমন্ত্রীর উপহার বিতরণের সূচনা করেন৷ পরে তা সামাজিক দূরত্ব বজায় রেখে ২শ পরিবারকে নগদ ৫০০টাকা এবং ৫০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়৷