নিজস্ব প্রতিবেদক :
করোনা থেকে সুরক্ষার জন্য মানুষের মধ্যে টিকার প্রতি আগ্রহ বাড়ছে দিন দিন। কিন্তু চাহিদার তুলনায় টিকার সরবরাহ খুবই কম। টিকার জন্য অনেক মানুষ অনলাইনে নিবন্ধন করে স্বাভাবিকভাবে টিকা নিতে পারছেন না। দিনের পর দিন অপেক্ষা করেও এসএমএস পাচ্ছেন না৷ লক্ষ্মীপুরে দেড় মাসেও টিকা পেতে খুদে বার্তার অপেক্ষায় রয়েছেন প্রায় তিন লাখ নিবন্ধনকারী।
তবে সিভিল সার্জন বলছেন, ইতিমধ্যে আড়াই লাখ মানুষকে টিকা দেয়া হয়েছে। টিকা আসলে পর্যায়ক্রমে সবাইকে টিকা দেয়া হবে। পছন্দসই কেন্দ্রে নিবন্ধন করে কেউ টিকা গ্রহণের জন্য ক্ষুদে বার্তা পাচ্ছেন খুবই কম সময়ে আবার কেউ পাচ্ছেন মাস পেরিয়ে। এরপর ক্ষুদে বার্তা পেলেও আবার টিকা গ্রহণের তারিখ পাচ্ছেন দুই সপ্তাহের ব্যবধানে।

জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফ্ফার জানান, ইতিমধ্যে আড়াই লাখ মানুষকে টিকা দেয়া হয়েছে। এছাড়া প্রায় সাড়ে ৫ লাখের বেশি মানুষ টিকা নিতে নিবন্ধন করেন। টিকা নিতে মানুষের আগ্রহের কোন কমতি নেই। সবাই টিকা নিতে নিবন্ধন করছেন ও কেন্দ্রেগুলোতে ভিড় করচেন। টিকা আসলে পর্যায়ক্রমে সবাইকে টিকা দেয়া হবে। খুব কম সময়ের মধ্যে এ সংকট কেটে যাবে বলে আশা করেন তিনি।