More

  লক্ষ্মীপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দোয়া অনুষ্ঠিত

  প্রকাশ:

  নিজস্ব প্রতিবেদক

  ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন লক্ষ্মীপুর শাখার উদ্যোগে রোববার বিকেলে কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইলেভেন কেয়ার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম।

  লক্ষ্মীপুরের সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন লক্ষ্মীপুর শাখার সভাপতি সেলিম উদ্দিন নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট কবি সাহিত্যিক এবং গবেষক কবি মুজতবা আল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. রিয়াজ মাহমুদ।

  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন লক্ষ্মীপুর শাখার সহ-সভাপতি ও কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাসিক বাংলা আওয়াজ এর সম্পাদক অধ্যাপক গাজী গিয়াস উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদার, লক্ষ্মীপুর সংবাদ ম্যাগাজিন এর সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান চৌধুরী।

  এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন লক্ষ্মীপুর শাখার সহ-সভাপতি ও সানরাইজ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. সাইদুর রহমান আজাদ চৌধুরী, লক্ষ্মীপুর শাখার যুগ্ম সম্পাদক ও প্রাইম কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. রাসেল হোসেন পারভেজ, লক্ষ্মীপুর কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, নিউ মডেল স্কুল এন্ড কলেজের সহ: প্রধান শিক্ষক মুহা: গাজী দেলোয়ার হোসেন ইমন প্রমুখ।

  আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’সহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।