নিজস্ব প্রতিবেদক:
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকের ঘৃণ্য আঘাতে নির্মমভাবে শহীদ হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যবৃন্দ এবং অন্যান্য সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তিকামনা করে লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরুল আমিন মাসব্যাপী ইউনিয়নের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেন।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৩ আগস্ট) পাঁচপাড়া (২নং ওয়ার্ড) কন্ডাক্টর মসজিদে জুম্মা’র নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন এবং মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শিফন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহাব উদ্দিন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু, সাবেক ছাত্রনেতা ফরহাদ উদ্দিন জুয়েল, চন্দ্রগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয় প্রমুখ৷
এ সময় কোভিড ১৯ করোনাভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব হতে বাংলাদেশসহ সারা বিশ্বের সকল মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হবে।