More

    অপহরণ করে ৬ দিন আটক রেখে ধর্ষণ : গ্রেফতার-১

    প্রকাশ:

    নিজস্ব প্রতিবেদক :

    অপহরণের পর টানা ৬ দিন ধরে আটক করে এক গৃহবধূ কে ধর্ষণ করার ঘটনার সাথে জড়িত হাসিবুর রহমান বিপুল (২৩) কে র‌্যাব গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজাল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিপুল রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর গ্রামের মুজিবুর রহমানের পুত্র। পরে তাকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    অপহরণ করে ৬ দিন আটক রেখে ধর্ষণএর আগে এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। এ ব্যাপারে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক খন্দকার মো. শামীম হোসেন সাংবাদিকদের জানান, গত ১২ আগষ্ট বৃহস্পতিবার সকালে ভিকটিম গৃহবধূ সদর উপজেলার মান্দারী বাজারে জিনিসপত্র ক্রয় করে বাড়ি ফেরার পথে হাবিবুর রহমান বিপুল তাকে অপহরণ করে। রামগতি উপজেলার চর আফজাল গ্রামের বারেক মাঝি বাড়ির আবদুস সালামের ঘরে স্ত্রী পরিচয় দিয়ে (১২ থেকে ১৭ আগষ্ট) ৬দিন টানা আটক রেখে একাধিকবার ধর্ষণ করে ওই গৃহবধূকে। এ ঘটনায় ভিকটিমের স্বামী র‌্যাবের কাছে অভিযোগ করে। র‌্যাব অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত বিপুল কে গ্রেফতার করে। তাকে পুলিশের সহযোগিতায় আদালতের মাধ্যমে বুধবার বিকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।