More

    অস্ত্রের মুখে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের সময় আটক ৫

    প্রকাশ:

    নিজস্ব প্রতিবেদক:

    লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহীতে অস্ত্রের মুখে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় বাড়ি থেকে প্রায় ৩ কিলামিটার দূরে দাসের দীঘিরপাড় এলাকায় একটি সিএনজি আটক ও অপহরণের শিকার মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। পরে সিএনজিতে থাকা পাঁচ জনকে আটক করে চন্দ্রগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ শনিবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে চরশাহী ইউনিয়নের দাসের দিঘির পাড় থেকে তাদের আটক করা হয়।

    অস্ত্রের মুখে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের সময় আটক ৫
    আটককৃত পাঁচ আসামি | চন্দ্রগঞ্জ থানায় | ছবি : প্রদীপ্তডটনিউজ

    অপহরণের শিকার ১৪ বছরের ওই কিশোরী স্থানীয় রাজাপুর ফাতিহা মোহম্মদীয়া দাখিল মাদরাসার নবম শ্রেণীর শিক্ষার্থী। সে চরশাহীর দক্ষিণ নুরুল্যাপুর গ্রামের কৃষক মো. আলাউদ্দিনের মেয়ে।

    আটককৃতরা হলো– জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদুহিতা গ্রামের আলীর ছেলে রাসেল (২২), দেওপাড়া গ্রামের শামসুল হুদার ছেলে রবিউল আলম (১৯), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত মাহফুজুর রহমানের ছেলে আরিফ (২৪), হায়দারের ছেলে শাওন (২০) ও শহীদুল ইসলামের ছেলে মোরশেদ আলম (২৪)।

    অস্ত্রের মুখে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের সময় আটক ৫
    উদ্ধারকৃত অস্র | চন্দ্রগঞ্জ থানায় | ছবি : প্রদীপ্তডটনিউজ

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক ও পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তারা জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি পাইপগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও অপহরণ মামলা করা হয়েছে। এবং রোববার দুপুরে গ্রেফতার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতের সোপর্দ করা হবে৷ একই সাথে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।