More

    বেগমগঞ্জে কিশোরকে গুলি করে খুন

    প্রকাশ:

    নিজস্ব প্রতিবেদক:

    নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজ হওয়ার পর এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, বাড়িতে যাতায়াতের রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ করায় তাকে হত্যা করা হয়েছে।

    বেগমগঞ্জে কিশোরকে গুলি করে খুননিহত মো. রাশেদ (১৭) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আলাইয়াপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। এই ঘটনায় দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

    রোববার বেলা ১১টার দিকে পুলিশ হরিবল্লপুর গ্রামে একটি বাগান থেকে রাশেদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।

    নিহতের মা পূর্ণিমা বেগম ও স্বজন আনোয়ার জানান, রাশেদ ঢাকাতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। লকডাউনের কারণে কিছু দিন আগে বাড়িতে আসে। সম্প্রতি বাড়ির রাস্তা নির্মাণ নিয়ে প্রতিবেশী রুবেলের সঙ্গে তার হাতাহাতি হয়। রুবেলের সহযোগীরা রাশেদকে তিন দফায় মারধর করে। পরে বেগমগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে আসে। এতে রুবেল আরও ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে রাশেদের চাচা লোকমান হোসেনকেও মারধর করে মামলা চালানোর টাকা দাবি করা হয়।

    বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন বলেন, রাস্তা নির্মাণকে কেন্দ্র করে রাশেদের সঙ্গে রুবেলের মারামারি হয়েছিল। অভিযোগ পাওয়ার পর গত ১ আগস্ট পুলিশ তদন্ত করতে তাদের বাড়িতে গিয়েছিল। তখন তারা বিরোধ মিটিয়ে ফেলার প্রতিশ্রুতি দেওয়ায় পুলিশ আর কোনো ব্যবস্থা নেয়নি।

    বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, ময়না তদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথার বামদিকে গুলির চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

    নোয়াখালীর এসপি মো. শহীদুল ইসলাম বলেন, অভিযুক্ত রুহুলের বাবা আবুল হোসেন ও স্থানীয় একজন পল্লী চিকিৎসককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।