নিজস্ব প্রতিবেদক :
তিন লক্ষ টাকা চাঁদার দাবিতে দলবদ্ধ সন্ত্রাসীরা অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে এক যুবককে অপহরণ করে মারাত্মক আহত করেছে৷ ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১নং আমানউল্যাহপুর ইউনিয়নের গোবিন্দেরখিল গ্রামে৷ এ ঘটনায় ১৭ জানুয়ারি বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেন ডহরপাড়া গ্রামের মুন্সি বাড়ির জাহাঙ্গীর আলম পাটোয়ারী৷

জাহাঙ্গীর আলম জানান, তাঁর ছেলে নূর উদ্দিন পাটোয়ারী (২৩) এর কাছ থেকে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে শাকিল, রিপাত, বাদশা ও রবিন৷ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় সন্ত্রাসীরা তাঁর ছেলেকে ১৬ জানুয়ারি রাত সাড়ে ৮টার সময় স্থানীয় বৈদ্য বাজার থেকে তুলে গোবিন্দেরখিল গ্রামের বেলাল মিয়ার বাগান বাড়িতে নিয়ে হাত বেঁধে মারধর করে৷
চাঁদা না দিলে গুলি করে হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা৷ ওই সময় নূর উদ্দিনের সাথে থাকা মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নেয় তাঁরা৷ নূর উদ্দিনের শোর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন৷
এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এস আই আওলাদ হোসেন রিকাগদার জানান, ‘অভিযোগ পেয়েছি তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷’