More

    লক্ষ্মীপুরে জাতীয় বীমা দিবস উদযাপন

    প্রকাশ:

    নিজস্ব প্রতিবেদক :

    মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার” এ স্লোগানে ১ মার্চ সোমবার লক্ষ্মীপুরে ২য় বারের মত উদযাপন করা হয়েছে জাতীয় বীমা দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সকালে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আব্দল গাফফার। এনডিসি মো. রাসেল ইকবাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সম্মেল্লিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, প্রগতি লাইফ ইন্সরেন্স লিমিটেড এর এসডিজিএস মো. বেলাল হোসেন, জীবন বীমা কর্পোরেশনের জেলা ইনচার্জ জাফর আহম্মদ খাঁন, পপুলার লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর জেলা ইনচার্জ মো. সিহাব উদ্দিন প্রমুখ। এসময় বিভিন্ন বীমা কোম্পানীর জেলা ইনচার্জ ও সদস্যরা উপস্থিত ছিলেন।