More

  ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা

  প্রকাশ:

  কবির আহমদ ফারুক :


  পিছনে ফেলে এলাম আরও একটি বছর। ২০১৯ সালের শেষ সূর্যেও রক্তিম আভা মিলিয়ে গেল, শীতের ঘন কুয়াশা ভেদ করে পূর্ব আকাশে উদিত ভোরের সূর্য আলো ছড়াবে পৃথিবীজুড়ে। ‘স্বাগতম ইংরেজি নববর্ষ ২০২০ শুভ হউক নতুন বছরের আগমন’।

  সম্মানিত prodipto.news এর পাঠকবৃন্দ। সবাইকে prodipto.news এর পক্ষ থেকে সদ্যফোটা ফুলের শুভেচ্ছা। নববর্ষ নতুন ভাবনায়, নতুন সাধনায় সামনে এগিয়ে চলার পথনির্দেশ করে। অতীতের সব ভুল-ভ্রান্তি ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সকল অন্ধকারকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে আলোকিত ভবিষ্যতের দিকে। চুলচেরা বিশ্লেষণ ও কঠোর আত্মসমালোচনার মাধ্যমে নিজ নিজ দায়বদ্ধতা স্বীকার করে ভবিষ্যতে চলার পথকে প্রশস্ত করা প্রয়োজন।

  আমাদের প্রতিভা বিকশিত হয় তা প্রকাশের মাধ্যমে। তাই সেই মাধ্যম বা মিডিয়ার গুরুত্ব অপরিসীম। প্রিন্ট মিডিয়া আমাদের শেকড় হলেও সেইদিক থেকে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছে অনলাইন মিডিয়া। এর গুরুত্ব ও অপরিহার্যতার কথা অনুধাবন করে দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলো এবং কিছু প্রিন্ট ম্যাগাজিন অনলাইন পোর্টালের সাথে যুক্ত হয়েছে বিশ্বমিডিয়ায়। প্রতিযোগিতাময় এই বিশ্বমিডিয়ার সঙ্গে আবহমান বাঙলা ও বাঙালির মনন-সৃজন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সাথে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের প্রত্যয়ে আমাদের এই মহতি উদ্যোগ। দেশের প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা প্রতিভাগুলো খুঁজে বের করে একটি সুনির্দিষ্ট প্লাটফর্ম তৈরি মাধ্যমে লেখক এবং পাঠকের সেতুবন্ধন সৃষ্টি করবে প্রদীপ্ত। বিশ্বব্যাপী বাঙলা ও বাঙালির অনলাইন prodipto.news ।

  সাগরের সীমা ও গভীরতা অসীম, সেখানে যেমন মহামূল্যবান মণিমাণিক্য থাকে তেমনি কাদাও থাকে। আসুন না আমরা সেই সামান্য কাদাটুকুকে স্বীকার করে সম্প্রীতি ও অনুপ্রেরণাময় ভালোবাসাকে লালন করে খুঁজে নেই সেই পরমানন্দ। prodipto.news -এ লেখক নয়; লেখার মান যাচাই করে। আমরা সম্পাদনার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো। তবুও ভুল-ত্রুটি থাকা অসম্ভব কিছু নয়। তাই পাঠকবৃন্দ অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আপনাদের মহামূল্যবান মতামত, পরামর্শ আমাদেরকে জানাতে পারেন, আমরা তা সাদরে গ্রহণ করবো। prodipto.news আত্মপ্রকাশে নিরলস সহযোগিতা ও উৎসাহ-অনুপ্রেরণা জুগিয়েছেন প্রকাশক আনোয়ার হোসেন। প্রকাশক মহোদয়সহ শুভাকাঙ্ক্ষীদের প্রতি শ্রদ্ধাপূর্ণ কৃতজ্ঞতা চিরকাল।