More

    পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

    প্রকাশ:

    নিজস্ব প্রতিবেদক

    লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ-পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। উক্ত ভোট গ্রহণ শেষে ভোট গণনা করে দু’জন পুরুষ ও দু’জন মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন।

    পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

    এ নির্বাচনে মনিটরিং করেন, লক্ষ্মীপুর সদর আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ১২নং চরশাহী ইউনিয়নের চেয়ারম্যান গোলজার মোহাম্মদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. বেল্লাল হোসেন, চরশাহী ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক (৭নং ওয়ার্ড মেম্বার) মো. রফিকুল ইসলাম রফিকের সহযোগিতায় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, সদর উপজেলার রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মাইনুল হাশার।

    যারা নির্বাচিত হয়েছেন- আবু ছিদ্দিক মুন্না (টেবিল প্রতীক), মো. মনির হোসেন (ফুটবল প্রতীক), সুরাইয়া সুলতানা (ছাতা প্রতীক), তসনিয়া আক্তার (চেয়ার প্রতীক)। দক্ষিণ-পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, ‘নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা ২ বছর পর্যন্ত বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পালন করবেন।’