নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ‘পালপাড়া ডি.এম উচ্চ বিদ্যালয়’ ম্যানেজিং কমিটির নির্বাচন মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়৷

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তালেব (প্রিসাইডিং অফিসার) -এর স্বাক্ষরিত ফলাফল পত্রে থেকে জানা যায় মো. সোলায়মান (১৬৫ ভোট পেয়ে প্রথম), আব্দুর রহিম (১৬৪ ভোট পেয়ে দ্বিতীয়), মো. জিল্লুর রহিম (১৫০ ভোট পেয়ে তৃতীয়) ও আবুল হোসেন (১৪৪ ভোট পেয়ে চতুর্থ)৷ বিজয় লাভ করেন৷
এ নির্বাচনে ৪টি অভিভাবক সদস্য পদের বিপরীতে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন৷ প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন- আনোয়ার হোসেন (ব্যালট নং-০১), আবু ছায়েদ (ব্যালট নং-০২), আব্দুর রহিম (ব্যালট নং-০৩), আবুল হোসেন (ব্যালট নং-০৪), আলমগীর হোসেন (ব্যালট নং-০৫), মো. আমির হোসেন (ব্যালট নং-০৬), মো.খায়রুল ইসলাম (ব্যালট নং-০৭), মো. জিল্লুর রহিম (ব্যালট নং-০৮), ছায়েফ উল্যা (ব্যালট নং-০৯) ও মো. সোলায়মান (ব্যালট নং-১০)৷
নির্বাচনে ৫৯৪ জন নারী-পুরুষ অভিভাবক ভোটারদের মধ্যে ৪১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন৷ এরআগে গত ০১ নভেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তালেব (প্রিসাইডিং অফিসার) নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
এ ছাড়া দাতা সদস্য এ.কে.এম ফখরুল ইসলাম (পেয়ারু), সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রেহানা আক্তার (১৯১ ভোট পেয়ে প্রথম), সাধারণ শিক্ষক প্রতিনিধি মো. তমিজ উদ্দিন, শ্যামল চন্দ্র দে এবং সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পারভীন আক্তার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।