আনোয়ার হোসেন:
লক্ষ্মীপুর সদর উপজেলা চন্দ্রগঞ্জ বাজারে অবস্থিত ‘প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়’ ম্যানেজিং কমিটির নির্বাচন শনিবার (৬ নভেম্বর) সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়৷

এ নির্বাচনে ৪টি অভিভাবক সদস্য পদের বিপরীতে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন৷ নির্বাচনে ১৭৫৫ জন নারী-পুরুষ অভিভাবক ভোটারদের মধ্যে ১০১৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যার মধ্যে ২১টি ভোট বাতিল হয়৷
এরআগে গত ১১ অক্টোবর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তালেব (প্রিসাইডিং অফিসার) নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন- বিজয় কুরী (ব্যালট নং-০১), আলতাফ হোসেন সবুজ (ব্যালট নং-০২), আব্দুল হালিম (ব্যালট নং-০৩), এনামুল হক রতন (ব্যালট নং-০৪), মো. জহিরুল ইসলাম ভিপি জহির (ব্যালট নং-০৫), মো. দেলোয়ার হোসেন (ব্যালট নং-০৬), নজরুল ইসলাম টিটু (ব্যালট নং-০৭), বেল্লাল হোসেন মানিক (ব্যালট নং-০৮) ও মো. মামুনুর রশিদ বাবলু (ব্যালট নং-০৯)।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তালেব (প্রিসাইডিং অফিসার) -এর স্বাক্ষরিত ফলাফল পত্রে থেকে জানা যায়, মো. দেলোয়ার হোসেন ৫৬৭ ভোট পেয়ে প্রথম ও মো. মামুনুর রশিদ ৪৬৭ভোট পেয়ে দ্বিতীয়, আব্দুল হালিম ৪৫৯ভোট পেয়ে তৃতীয় এবং এনামুল হক রতন ৩৯৯ ভোট পেয়ে চতুর্থ হয়ে বিজয় লাভ করেন৷
এ ছাড়া দাতা সদস্য মো. আবদুল কুদ্দুছ, সংরক্ষিত মহিলা সদস্য উম্মে সালমা, শিক্ষক প্রতিনিধি মীর মো. আবদুল মাজেদ, মোহাম্মদ হারুন অর রশিদ এবং সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মনিকা রানী পাল বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।