More

    জেদ্দায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন

    প্রকাশ:

    আনোয়ার হোসেন :

    সৌদি আরবের জেদ্দায় ‘বঙ্গবন্ধু পরিষদ সৌদি আরব পশ্চিমাঞ্চল’র আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷

    বৃহস্পতিবার (১৮ আগস্ট) স্থানীয় সময় রাত ১০টায় বঙ্গবন্ধু পরিষদ সৌদি আরব পশ্চিমাঞ্চল’র স্থানীয় কার্যালয়ে সংগঠনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাকিবের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এবং বঙ্গবন্ধু পরিষদ সৌদি আরব পশ্চিমাঞ্চল’র সভাপতি দেলোয়ার হোসেন আঃ মালেকের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু পরিষদ সৌদি আরব পশ্চিমাঞ্চল’র সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়৷

    আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন– সৌদি আরব বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেদ্দার সভাপতি হোসেন মো. নাদিম৷

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেদ্দার সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ সৌদি আরব পশ্চিমাঞ্চল’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান (মাহবুব), বঙ্গবন্ধু পরিষদ সৌদি আরব পশ্চিমাঞ্চল’র সহ-সভাপতি শাহ কামাল, বঙ্গবন্ধু একাডেমী সৌদি আরব পশ্চিমাঞ্চল’র সভাপতি সিদ্দিক সরকার৷

    এছাড়াও উপস্থিত ছিলেন– বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা৷ আলোচনা সভায় ’৭৫-এর ১৫ আগস্টে ঘাতকের বুলেটে নিহত বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকলের স্মরণে স্মৃতিচারণ করা হয়৷ একই সাথে দোয়া মাহফিলে দেশ ও বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের জন্যে দোয়া করা হয়৷