More

    মানবেতর জীবন যাপন করছেন মুক্তিযোদ্ধা ওমর ফারুকের পরিবার

    প্রকাশ:

    আনোয়ার হোসেন:

    পশ্চিম পাকিস্তান যখন মাতৃভূমিতে রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল, তখন নবম শ্রেণির ছাত্র ওমর ফারুক নিজেকে ঘরবন্ধি না করে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে৷

    মানবেতর জীবন যাপন করছেন মুক্তিযোদ্ধা ওমর ফারুকের পরিবারসরাসরি যুদ্ধে অংশগ্রহণের পূর্বে কলকাতা থেকে যুদ্ধের প্রশিক্ষণ শেষে ঢাকা, কুমিল্লা, ফরিদপুর ও নোয়াখালী নিয়ে গঠিত ২নং সেক্টরে অধিনায়ক গাজী মসিউর রহমানের অধীনে যুদ্ধ করেন মুক্তিযুদ্ধা ওমর ফারুক৷ আজ যখন দেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবে তখনো একজন মুক্তিযোদ্ধার পরিবার মানবেতর জীবন যাপন করছেন৷

    বলছি, নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের মৃত সৈয়দ আলী ছুয়ানীর সুযোগ্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম ওমর ফারুকের কথা৷ দেশ স্বাধীন হওয়ার পর ঢাকায় কর্মজীবন শুরু করেন তিনি৷ কিন্তু ২০০০ সালের ৮ অক্টোবর নিয়তির ডাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয় মুক্তিযোদ্ধা ওমর ফারুক-কে৷ একজন মুক্তিযোদ্ধার গল্প হয়তো এখানেই শেষ হতে পারতো কিন্তু এই বীরের স্ত্রী শুরু করেন জীবন নামক যুদ্ধের আরও একটি গল্প৷

    যেখানে একাই সংগ্রাম করে যাচ্ছেন তিনি আর নিকট আত্মীয় ও সমাজ যেন তাঁর প্রতিদ্বন্দ্বী৷ মৃত্যুকালে ওমর ফারুক স্ত্রীসহ ফারজানা ইয়াসমিন মিতু, ফারহানা ইয়াসমিন ঋতু ও মেহেরাজ হোসেন হৃদয় (দু’মেয়ে ও এক ছেলে)-কে রেখে যান৷ যদিও তাঁর স্ত্রী ওমর ফারুকের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু মনে করছেন না বলে জানান গণমাধ্যমকে৷

    মুক্তিযোদ্ধার স্ত্রী খুরশিদা ফারুক জানান, তাঁর স্বামীর মৃত্যুর পরে রেখে যাওয়া শেষ স্মৃতিটুকু পর্যন্ত দেখতে পারেন নি তিনি৷ ঢাকায় মৃত্যুর পর তাঁর স্বামীর বন্ধু পরিচয়ে কে বা কারা তাঁর ব্যবহার করা আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় বলে জানান ওমর ফারুকের বোন৷ সেই সাথে হারিয়ে যায় মুক্তিযোদ্ধা সনদ৷ স্বামীর বাড়িতে থাকতে না পেরে চলে যান বাবার বাড়ি কেটে যায় অনেকগুলো বছর৷

    ফিরে এসে ছোট্ট একটি ঘর করে ছোট-ছোট সন্তানদের নিয়ে থাকতে শুরু করেন স্বামীর বাড়িতে৷ টিউশন, সেলাইয়ের কাজসহ বিভিন্ন কাজ করে সন্তানদের পড়াশোনা চালিয়ে নেন খুরশিদা ফারুক৷

    বর্তমানে বয়সের চাপে ও শারীরিক অসুস্থতার কারণে সংসার চালিয়ে নিতে কষ্ট হচ্ছে খুরশিদা ফারুকের৷ তার ওপরে স্বামীর ভাই-বোনদের প্রতিহিংসার আগুনে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মুক্তিযুদ্ধা ওমর ফারুকের স্ত্রী৷ হামলা-মামলা ও স্বামীর সম্পত্তি নিয়ে পর্যন্ত চলছে বিরোধীতা৷ এমতাবস্থায় বঙ্গকন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একান্ত সহযোগিতা প্রত্যাশা করেন তিনি৷