নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে করোনায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রায়হান উদ্দিন ও অপরজন ৬০ বছরের এক বৃদ্ধ। কাউন্সিলর রায়হান উদ্দিনের বাড়ি পৌরসভার মজুপুর এলাকায়। অপরজন সদর উপজেলার বাসিন্দা। শনিবার ভোররাতে ঢাকার আনোয়ার খাঁন মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কাউন্সিলর মো. রায়হান উদ্দিন।

এর আগে করোনা আক্রান্ত হয়ে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় বুধবার সদর হাসপাতাল থেকে রায়হান উদ্দিনকে ঢাকায় নেয়া হয়। অপরদিকে শনিবার রাতে সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। এছাড়া শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১২১জন।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফ্ফার। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৫শ ৯৫ জন। নমুনার সংখ্যা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ২০ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ১৩ শতাংশ। গড়ে জেলায় শনাক্তের হার ২৯.৬ শতাংশ।
লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। নতুন আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ৫৮, রায়পুরে ১০, রামগঞ্জে ৪৩ কমলনগরে ৩ ও রামগতিতে ৭জন রয়েছে। এদিকে নতুন ১২১জনসহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িঁয়েছে ৭ হাজার ৬শ ১২জন। শনিবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৮৯জন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে আরো একশ জনের বেশি মানুষ।
এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৫ হাজার ১শ ৭৯জন। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ২শ ৯১জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৩জন। বাকীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফ্ফার।