More

    তিনি বড় ত্যাগী নেতা

    প্রকাশ:

    রাজনীতিতে ত্যাগী নেতার খেতাবপ্রাপ্ত হওয়ার জন্য অনেকে নিজে থেকে চিল্লায় অথবা তাকে ত্যাগী নেতা বলার জন্য লোক ভাড়া করা হয়৷ কিন্তু কে কত বড় ত্যাগী নেতা, তা নেতার বক্তব্য শুনে নয় বরং তার জীবনমান দেখে বুঝার চেষ্টা করুন৷ কেননা রাজনীতি নামক আলাদিনের প্রদীপ’র সংস্পর্শে এসে না খেয়ে থাকা ছেলেটিও এখন কোটিপতি!

    কখনো কি চিন্তা করছেন, মানুষ দু’বেলা খাবারের সংগ্রামে কত কষ্ট করে? কুলি, মুচি, কামার থেকে শুরু করুন চিন্তার সূচনা৷ কেন এত সংগ্রাম করছে জনতা; রাজনীতি না করে! রাজনীতির সংস্পর্শে আসলেই তো পরিবর্তনের হাওয়া লাগতো জীবনমানে৷ মানুষ খুন করা, মিথ্যা বলা, অসহায় ও গরিবের অধিকার ভক্ষণ করার মতো সহজ কর্মে তো অল্প সময়ে কোটিপতি হওয়া সম্ভব৷ তবে কেন; কেন এত পেশা? আমরা উন্নত হচ্ছি, ঘুষখোর, দূর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজির মতো অসংখ্য পদের চাকরি সুব্যবস্থা করে৷ উন্নত বিশ্ব সত্যিই আমাদের আশেপাশেও আসতে পারবেনা–যে উন্নয়নের পথে আমরা রয়েছি৷

    আচ্ছা চীন, জাপান, আমেরিকাসহ উন্নত বিশ্বে কি রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি আছে? তাদেরও কি আমাদের মতো কিশোর গ্যাং, সন্ত্রাসী বাহিনী রয়েছে? তাদেরও কি রাজপথ রয়েছে, যে রাজ পথে ধর্ষক, ডাকাত, চোর, খুনিসহ বিভিন্ন অপরাধীদের সুনামের ভুলিতে মুক্তির মিছিলে নামতে হয়?

    কেন তারা যুগেরপর যুগ বেকার গবেষণা করে? তারা কেন রাজনীতি করেনা? কেন তারা কোমলমতি শিশুদের রাজনীতিতে নাম লেখায় না? গবেষণা করে তা কি আমাদের মতো বড় বড় ত্যাগী নেতা পেয়েছে? পেয়েছে কি আমাদের মতো উন্নয়ন; যেখানে একটু অগ্নিকাণ্ডে বা ভবনধসের মতো ঘটনায় উদ্ধার কর্মীদের হার মেনে নিতে হয়?

    আমাদের শত মহা-মানবের জীবনী পড়তে হয়না শুধু হাতেগোনা দু’চারজন নেতার জীবনী যুগের পর যুগ পড়লেই হবে৷ কেননা তাঁরা ছিল বড় ত্যাগী নেতা৷

    আনোয়ার হোসেন
    লেখক ও সাংবাদিক