More

    মরহুম আনোয়ারের পরিবার পেল একতলা বিশিষ্ট পাকা ভবন

    প্রকাশ:

    আনোয়ার হোসেন :

    পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট ফোরাম’র অর্থায়নে মরহুম আনোয়ারের পরিবার পেল ৫ রুম বিশিষ্ট একতলা পাকা ভবন। চলতি বছরের ০৫ জুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান লক্ষ্মীপুর সদর উপজেলার ০৯নং উত্তর জয়পুর ইউনিয়নের মধ্য জয়পুর জমাদার বাড়ির ইউছুফ নবীর একমাত্র ছেলে আনোয়ার হোসেন (৪০)। আনোয়ার হোসেন ছিলেন পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট ফোরাম’র সম্মানিত সদস্য।

    মরহুম আনোয়ারের পরিবার পেল একতলা বিশিষ্ট পাকা ভবন
    নির্মাণাধীন একতলা ভবনের উদ্বোধন করেন পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট ফোরাম’র সভাপতি গোলাম কিবরিয়া

    তিনি মৃত্যুকালে দুই ছেলে, বৃদ্ধ মা-বাবা ও স্ত্রী রেখে যান। তাঁর এই অনাকাঙ্খিত মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে স্বজন ও এলাকায়। তাঁর মৃত্যুর পর অসহায় আনোয়ারের পরিবারকে সহযোগিতা করার উদ্যোগ নেয় পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট ফোরাম।

    এরই ধারাবাহিকতায় আজ শনিবার (১৬ অক্টোবর) সকালে ০৯নং উত্তর জয়পুর ইউনিয়নের মধ্য জয়পুর জমাদার বাড়িতে পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট ফোরাম কর্তৃক ৫ রুম বিশিষ্ট নির্মাণাধীন একতলা ভবনের উদ্বোধন করেন পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট ফোরাম’র সভাপতি গোলাম কিবরিয়া।

    এর আগে আহসান হাবিব কুরাইশীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট ফোরাম’র সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও কার্যকরী সদস্য মো. সহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট ফোরাম’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট ফোরাম’র সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট ফোরাম’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল চৌধুরী, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যার হাফিজ উল্যাহ্, ০৯নং উত্তর জয়পুর ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ফিরোজ মাহমুদ বাকী, ০৯নং উত্তর জয়পুর ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মো. আবুল বাশার (আর্মি খোকন)সহ স্থানীয় এলাকাবাসী।

    উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ মতামত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট ফোরাম যে মহতি উদ্যোগ গ্রহণ করছে তা সত্যি প্রশংসার দাবী রাখে। সামাজিক নানান সমস্যায় এমন মানবিক সংগঠনগুলো এগিয়ে আসলে অসহায় মানুষ ও স্থানীয় এলাবাসী উপকৃত হবে।’

    পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট ফোরাম’র নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন- ‘২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট ফোরাম প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক বিভিন্ন কার্যক্রম করে আসছে সংগঠনটির সদস্যরা। করোনা মহামারীর মধ্যেও রাতের আঁধারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এক্স স্টুডেন্ট ফোরাম। আনোয়ার হোসেনের পরিবারের সাথে শুধু আজ নয়, আগামীতেও এই সংগঠন পাশে থাকবে বলে জানান বক্তারা।’