More

    হাজিরপাড়া গ্রন্থাগারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

    প্রকাশ:

    নিজস্ব প্রতিবেদক:

    ঈদ উল আযহা উপলক্ষে সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে হাজিরপাড়া গ্রন্থাগার কর্তৃপক্ষ৷

    হাজিরপাড়া গ্রন্থাগারে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিতবৃহস্পতিবার (২২ জুলাই) বাদ আসর লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া বাজারে অবস্থিত হাজিরপাড়া গ্রন্থাগারে এ ঈদ পুনর্মিলনী ও সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠিত হয়৷

    হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিয়া মনির উদ্দিনের সভাপতিত্বে ও ডা. আবদুল বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেখক ও সাংবাদিক আনোয়ার হোসেন

    এসময় আরও উপস্থিত ছিলেন- আজাদ হোসেন ভূঁইয়া, মো. ইসমত দোহা বাবু, কাজী আনিসুর রহমান, নাজমুন আরা বেগম, আব্দুল্লা আল মামুন, মো. কাজী সাইফুল্লাহ, ফরিদ উদ্দিন আহাম্মদ, হাছান মাহমুদ প্রমুখ৷

    তথ্য প্রযুক্তির ভুল ব্যবহার এবং শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় পাঠক সংখ্যা জ্যামিতিক হারে কমছে, যা পাঠক শূন্যতার মতো বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে পাঠক বৃদ্ধিতে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা৷