More

    ক্ষণিকের মায়া

    প্রকাশ:

    হাসান মাহমুদ

    জীবনের এই গতিপথ জানি,
    একদিন যাবে থেমে৷
    নিজ বাড়িতে ফিরবো আমি,
    সাদা কাপড়ের খামে
    ক্ষনিকের মায়ায় জড়ালে যারা,
    সেদিন কাঁদবে জানি
    নিরব নিথর শক্তিহীন হয়ে,
    চলে যাবো আমি।
    বিদায়ের সেই ক্ষনে হয়তো,
    পারবোনা চাইতে ক্ষমা
    রেখোনা বন্ধু যত রাগ,
    ক্ষোভ আছে জমা।
    নিজ গুনে ক্ষমা করো,
    সেদিনের এই আমাকে
    যাবো চলে সব ফেলে,
    প্রিয় বন্ধু তোমাকে৷