সিংহ হৃদয় জাতির পিতা আগষ্টের রাতে
করোনি আপোষ তবু খুনিদের সাথে।
নিঃশেষে দিয়েছো বিশাল জীবন মহাপ্রাণ
বিউগলে বেজেছে নিনাদ জেগে জেগে নৈঋতে ঈশান।
কাপুরুষ ঘাতকের দলে বত্রিশ নম্বরে
কালো রাতে হানা দিয়ে জীবনের তরে।
নিয়ে গেলো গোলাপ পলাশ জুঁই জবা ফুল
করতে চাইল এ বাংলাকে সমূলে নির্মূল।
জীবিত পিতার চেয়ে নিহত জনক
চিরকাল বাঙালি হৃদয়ে রবে দুরন্ত সাহস।
বাঙালি হৃদয়ে পিতা দুরন্ত সাহস
প্রকাশ: