More

  নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  প্রকাশ:

  নিজস্ব প্রতিবেদক:

  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং দলীয় বিভিন্ন পর্যায়ের নেত-কর্মীদের মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পুলিশ বেষ্টনির মধ্যে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে শহর বিএনপির সভাপতি আবু নাছেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন প্রমুখ।

  সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় কারাদণ্ড প্রদান ও দলীয় বিভিন্ন পর্যায়ের নেত-কর্মীদের মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদ জানান।