More

    নোয়াখালীতে ছাত্রলীগ কমিটির বিরুদ্ধে স্থানীয় সাংসদের অনাস্থা

    প্রকাশ:

    নিজস্ব প্রতিবেদক:

    নোয়াখালীর সেনবাগ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ১লা মে (রবিবার) জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়।

    নোয়াখালীতে ছাত্রলীগ কমিটির বিরুদ্ধে স্থানীয় সাংসদের অনাস্থাসেনবাগ উপজেলা ছাত্রলীগের আগের কমিটি বিলুপ্ত করে মাজেদুল হক তানভীরকে সভাপতি ও ইমরান তারেক মোহনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১৯ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের নতুন এ কমিটির ঘোষণা হয়।

    নবগঠিত কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় দুপক্ষেরই মধ্যে উত্তেজনা চলছে। কেন্দ্রঘোষিত এই কমিটি ঘিরে অসন্তোষ ছড়িয়ে পড়ে নেতা-কর্মীদের মাঝে।

    এরইমধ্যে নোয়াখালী ২ আসনের সাংসদ মোরশেদ আলম এমপি সেনবাগ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, বিবাহিত, ছাত্র নয় এবং প্রবাসীদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ এনে অনাস্থা জানিয়ে তাঁর ফেসবুকে একটি পোস্ট করেন৷

    তিনি ওই পোস্টে কেন্দ্রীয় ছাত্রলীগের দৃষ্টি আকর্ষণ করে বলেন–দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার৷