নিজস্ব প্রতিবেদক, জেদ্দা :
অগণতান্ত্রিক ও সাংগঠনিক নিয়ম অনুসরণ না করে সৌদি আরব পশ্চিমাঞ্চলের বিএনপির কমিটি ঘোষণা’র অভিযোগে বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলন করেছে বিএনপির সৌদি আরব পশ্চিম কেন্দ্রীয় কমিটি৷
সংবাদ সম্মেলন বক্তারা অগণতান্ত্রিক, অসাংগঠনিক ও রাতের আধারেই কমিটি ঘোষণা; দাবী করে এই কমিটি প্রত্যাখান করা হয়৷ একই সাথে বর্তমান কমিটিতে যারা রয়েছে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলেও জানা যায়৷ তাই সংগঠনের স্বার্থে এবং নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে দলের ত্যাগী নেতাদের দিয়ে কমিটি ঘোষণা করার আহ্বান করে বক্তারা৷
সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহানের সঞ্চালনায় এবং সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বিএনপি জেদ্দা মহানগর, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, জাসাস এবং ওলামাদলের নেতৃবৃন্দ৷