নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ক্লাব’র আয়োজনে শেখ কামাল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম আলাউদ্দিন।
চন্দ্রগঞ্জ ক্লাবের সভাপতি মোশাররফ পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু। চন্দ্রগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল আহাম্মেদ তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মোহাম্মদ জোবায়েদ আলী, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি এড. জসীম উদ্দিন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক, জেলা পরিষদের সদস্য ফরিদা ইয়াসমিন লিকা, জেলা আওয়ামীলীগ নেতা এড. রাসেল মাহমুদ মান্না, মাসুম ভূঁইয়া, নজরুল ইসলাম ভুলুসহ স্থানীয় এলাকাবাসী।
চন্দ্রগঞ্জ ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশিদ বাবলু উক্ত টুর্ণামেন্ট সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন। এই টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ করবে। প্রতিটি ম্যাচ নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে বিসমিল্লাহ রোড একাদশকে হারিয়ে পাঁচপাড়া স্মৃতি সংসদ বিজয় লাভ করে।