More

    লক্ষ্মীপুরে আগুনে পুড়ে বসতঘর ভস্মীভূত

    প্রকাশ:

    আনোয়ার হোসেন:

    পিতা হারানোর শোক শেষ হওয়ার পূর্বে বসত ঘর হারালো সিহাব৷ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন ১৩নং দিঘলী ইউনিয়নের রমাপুর গ্রামের আকবর পাটোয়ারী বাড়ির মৃত সিরাজ উদ্দিনের বসত ঘর রোববার রাত ৯টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতে পুড়ে বসতঘর ভস্মীভূত হয়৷

    লক্ষ্মীপুরে আগুনে পুড়ে বসতঘর ভস্মীভূতএসময় অগ্নিকাণ্ড থেকে নিজ বসতঘর ও আসবাবপত্র রক্ষা করতে গিয়ে আগুনে পুড়ে আহত হয় মৃত সিরাজ উদ্দিনের ছেলে সিহাব উদ্দিন। জানা যায়–সিরাজ উদ্দিন গত সপ্তাহে লিভার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু’সন্তান রেখে যান। সিরাজ উদ্দিনের রেখে যাওয়া শেষ সম্বল হারিয়ে বর্তমানে সিহাব ও তার মা মানবেতর জীবনযাপন করছে৷

    এলাকাবাসী জানায়, অগ্নিকাণ্ডের সাথে-সাথে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসকে ৯৯৯-এর মাধ্যমে অবহিত করা হয়৷ কিন্তু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসেনি৷ অন্যদিকে এলাকাবাসী যে-যার মতো করে পুকুর-ডোবা থেকে পানি তুলে তা আগুনে নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ কিন্তু ততক্ষণে আগুনের থাবা থেকে রক্ষা করা যায়নি বসত ঘরটি। সেই সাথে গবাদিপশু, হাঁস-মুরগিসহ আসবাবপত্র পুড়ে যায়।

    স্থানীয় গ্রামবাসী অসহায় এ পরিবারকে সহযোগিতার জন্য উপজেলা ও জেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন। এদিকে স্থানীয় ইউপি চেয়াম্যান শেখ মজিবুর রহমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে ছুটে যান এবং প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী তুলে দেন সিহাব উদ্দিনের হাতে৷