More

    লক্ষ্মীপুরে চার সন্তানসহ মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা

    প্রকাশ:

    নিজস্ব প্রতিবেদক :

    লক্ষ্মীপুর শহরে চার সন্তানসহ মা মাহমুদা বেগম বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে পারিবারিক বিরোধে পৌরশহরের মিয়া রাস্তার মাথা নামক এলাকা এ দূঘর্টনা ঘটে। হাসপাতাল, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর শহরে অবস্থিত বাংলাদেশ মেডিকেলের মালিক নাদিম মাহমুদ ও তার স্ত্রী মাহমুদা বেগমের পারিবারিক বিরোধ চলে আসছে।

    চার সন্তানসহ মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা

    এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া লেগেই থাকতো। এর জের ধরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাহমুদা ঘরের দরজা বন্ধ করে তার তিন ছেলে জুলহাস (১০) মর্তুজা (৭) আরমান (৫) ও মেয়ে পান্নাকে (৬) জুসের সাথে বিষ মিশিয়ে খাইয়ে নিজেও বিষ পান করে। এসময় সবার মৃত্যু নিশ্চিত করতে ঘরের দরজা বন্ধ করে ভেতরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। চার শিশুর শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘরের দরজা ভেঙ্গে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

    এসব বিষয়ে মাহমুদা বেগমসহ পরিবারের কেউ কোন কথা বলতে না চাইলেও ৬ বছরের শিশু পান্না জুস খাওয়ানোর কথা বলেছে। তবে শিশুদের বাবা নাদিম মাহমুদ বলেন, স্ত্রীর বেপরোয়া জীবন যাপনে সংসারে অশান্তি লেগে থাকতো। সব সময় টাকা পয়সা চাইতো। না দিলে সন্তানদের নিয়ে আত্মহত্যার হুমকি দিত। এ কারনে চার সন্তানসহ মাহমুদা বিষপান করে আত্নহত্যার চেষ্টা করে। এদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কমলাশীষ জানান, বিষক্রিয়া নিয়ে একই পরিবারের ৫জন হাসপাতালে ভর্তি হন। তাদের চিকিৎসা চলছে। তাদের আশঙ্কামুক্ত হতে ৭২ঘন্টা সময় অপেক্ষা করতে হবে। শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইমদাদুল হক জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থায় নেয়া হবে।