More

  কুশাখালীতে ভাঙ্গা মিনারে শহীদদের শ্রদ্ধা

  প্রকাশ:

  শহীদ মিনার, যা ৫২’র ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসের নিদর্শন। সারাবছর অযত্ন-অবহেলায় পড়ে থাকতে দেখা যায় এই স্মৃতির মিনারকে, যত্ন এবং পরিচ্ছন্নতা কেবল ফেব্রুয়ারি মাস এলেই শহীদ মিনারটি পেয়ে থাকে। লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থিত শহীদ মিনারটি গত ৭ বছরের বেশি সময় থেকে অযত্ন-অবহেলায় পড়ে আছে। মিনারটির এক অংশ ভেঙ্গে থাকতে দেখা গেছে।

  সত্যিকারর্থে শহীদদের প্রতি শ্রদ্ধা আমরা কতটুকু করতে শিখেছি তা আজ প্রশ্নের মুখে। শিক্ষক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ সমাজকর্মীরা কি কুশাখালী ইউনিয়নে নেই ? আগামী প্রজন্মকে কি শিক্ষা দিয়ে যাচ্ছেন এই এলাকার সুশীলরা সেই প্রশ্নের উত্তর খুঁজতে চাইবে কে ?

  স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ থাকবে আসছে ফেব্রুয়ারিতে যেন স্থানীয় ও শিক্ষার্থীরা সুন্দর একটি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার।

  এএইচ